রাকিবুল ইসলাম, বহরমপুর, আপনজন: শুক্রবার সকালে এইবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতেই খুশির হাওয়া বহরমপুর গোরাবাজার আই সি আই স্কুলে। রাজ্যে পঞ্চমের পর অষ্টম স্থান ও অধিকার করেছে আই সি আই স্কুলের ছাত্র ফারহান বিশ্বাস। রাজ্যে অষ্টম ও জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। শুক্রবার সকালে ফলাফল জানতেই খুশির হাওয়া পরিবারে। ফারহান জানায় সায়েন্স নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হওয়ায় লক্ষ্য তার। মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পর সারাদিনে ১০-১২ ঘন্টা পড়াশোনা করতসে। ইউটিউবে বিভিন্ন গেমসের ভিডিও বানানোই শখ ফারহানের। তবে এখন একটাই লক্ষ্য চিকিৎসক হওয়ার। সন্তানের রেজাল্টে খুশি ও গর্বিত অভিভাবকেরা। ছেলেকে চিকিৎসক হওয়ার লক্ষ্যে পৌঁছে দেওয়াটাই এখন তাদের একমাত্র উদ্দেশ্য বলে জানান ফারহান এর মা ফতেমা বেগম । ছাত্রদের সাফল্যে খুশি আই সি আই স্কুলের প্রদান শিক্ষক জয়ন্ত দত্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct