আপনজন ডেস্ক: বিরাট কোহলি তাহলে নিজের সাফল্যেরই শিকার? ভারতের কিংবদন্তি অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তেমনটাই মনে করছেন। এত বছর ধরে সাফল্যের চূড়ায় উঠেছেন বলেই এখন ছোটখাটো সাফল্যও মানুষের চোখে পড়ে না, এমনটাই মনে হচ্ছে আজহারের। দুই বছরের বেশি সময় ধরে কোহলির ব্যাটে শতক নেই। এবারের আইপিএল তো কেটেছে দুঃস্বপ্নের মতো। দুটি অর্ধশতক পেলেও সেটি কেউ মনেই রাখেননি, ১৬ ম্যাচে যে মাত্র ৩৪১ রান করেছেন কোহলি!
তবে আগের বছরগুলোতে দর্শকেরা কোহলির ব্যাটে শতকে অভ্যস্ত বলেই এখন আর কোহলির ৫০ রানের ইনিংসগুলোকেও তেমন বিশেষ কিছু মনে হয় না মানুষের কাছে, এমনটাই মনে হচ্ছে আজহারউদ্দিনের। এই মুহূর্তে ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটিই কোহলির ব্যাটে রান-খরা। কিছুদিন আগপর্যন্তও প্রসঙ্গটা কোহলির ব্যাটে শতকের খরা ছিল, কিন্তু এবারের আইপিএলে তিনটি ‘গোল্ডেন ডাক’সহ মাত্র ২২.৭৩ গড়ে কোহলিকে রান করতে দেখার পর ‘শতকের খরা’র বদলে ‘রান-খরা’ নিয়েই কথা হচ্ছে বেশি। কতজন এ নিয়ে কত পরামর্শও দিয়েছেন কোহলিকে! ভারতের জাতীয় দলে কোহলির সাবেক কোচ রবি শাস্ত্রী তো আইপিএল চলার সময় বলেই দিলেন, এখন আইপিএল থেকে বিরতিতে যাওয়া উচিত তাঁর। রান-খরার মধ্যে ভারতের জাতীয় দলে কোহলির কর্তৃত্বও খর্ব হয়েছে। গত আইপিএলেই নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলি। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ততম সংস্করণে ভারতীয় দলের অধিনায়কত্বও ছেড়ে দেন। ক্লান্তিকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন কোহলি। তখন ভাবা হচ্ছিল, সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে কোহলি রান করায় মনোযোগ দেবেন। তা টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর ভারতের ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। এরপর অভিমানে কোহলি নিজেই টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct