মোসাররাফ হোসেন, জঙ্গিপুর, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আলিম পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের মোঃ আলফাজ শেখ ৷আলফাজ মুর্শিদাবাদের সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র; তবে সে ওমরপুর সরল পথ একাডেমির আবাসিক ছাত্র বলে জানা যায় ৷ ৯০০ র মধ্যে আলফাজের প্রাপ্ত নম্বর ৮৪০, মুর্শিদাবাদের নবগ্রামের অমৃত কুণ্ডুর আছরা গ্রামে এক দরিদ্র পরিবারের কৃতি সন্তান এই আলফাজ ৷আলফাজের বাবা মোঃ আনিকুল ইসলাম এক স্থানীয় মসজিদে ইমামতি করেন ৷ তার এই সাফল্যের খবর পেয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে বুধবার সংবর্ধনা দেওয়া হয় আলফাজ শেখকে ৷মাদ্রাসা ফোরামের উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে কাইজার রশিদ মাখন,রবিউল ইসলাম,আশিকুল আলম ও ফিরোজ আলী আজ আলফাজদের বাড়িতে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পুষ্পস্তবক , কলম, মিষ্টির প্যাকেট, ডিকশনারি ও অন্যান্য উপহার সামগ্রী আলফাজের হাতে তুলে দেন ৷ আলফাজ বড় হয়ে চিকিৎসক হতে চান। তবে ছেলের স্বপ্নকে বাস্তবায়িত করতে আর্থিক অনটনকে টপকে কতদূর এগিয়ে যেতে পারবেন ,তাই আলফাজের বাবার কপালে চিন্তার ভাঁজ !বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে আলফাজের লেখাপড়ার জন্য সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয় ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct