সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: সিপিআই(এম) পার্টির বীরভূম জেলা কমিটির ডাকে বগটুই গণহত্যার বিচার, গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাজ্যে চাকরি চোর মন্ত্রী ও আমলাদের শাস্তি, রাজ্য জুড়ে তৃণমূলের তোলাবাজি এবং সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রামপুরহাটে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। বগটুই গণহত্যা সহ রাজ্যের সমস্ত সিবিআই তদন্তের আওতাভুক্ত ঘটনার দ্রুত নিষ্পত্তি,পাথর কয়লা থেকে গরু পাচার, বীরভূমের সব তোলাবাজির ঘটনাকে সিবিআই তদন্তের আওতাভুক্ত করা এবং বিজেপি-তৃনমূলের অশুভ আঁতাত বন্ধের দাবিতে মূলত আজকে রামপুরহাটের বগটুই থেকে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প পর্যন্ত পদযাত্রার আয়োজন বলে সংগঠন সূত্রে জানা যায়।এদিন রামপুরহাট শহর সংলগ্ন বগটুই মোড় থেকে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প পান্থশ্রী পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেয় এবং উপরিউক্ত দাবি সম্বলিত স্মারক লিপি তথা ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে। আজকের ডেপুটেশনে দলীয় পতাকা তথা লাল রঙের পতাকায় মুড়ে দেওয়া মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক পা মেলান। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য নেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম পলিটব্যুরোর সদস্য ডা. রামচন্দ্র ডোম, সঞ্জীব বর্মন সহ জেলার অন্যান্য নেতৃত্বগন। উল্লেখ্য আজকের কর্মসূচিতে ডি ওয়াই এফ আই এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জির আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে জানালেন বামফ্রন্ট নেতৃত্ব।সিপিআইএম রাজ্য নেতৃত্ব সুজন চক্রবর্তী আজকের পদযাত্রা ও রাজ্যের বিভিন্ন দূর্নীতির কথা তুলে ধরেন সংবাদ প্রতিনিধিদের সামনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct