ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দুই নম্বর ব্লকের যুবক যুবতীদের নিয়ে উৎকর্ষ বাংলার সভা পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ২০১১ সাল থেকে রাজ্য সরকারের বিভিন্ন বাস্তবায়ন কর্মসূচি একত্রিত করে উৎকর্ষ বাংলার আওতায় নিয়ে আসায় মোট ২১৬ টি কর্মসূচি নিয়ে এই উৎকর্ষ বাংলা প্রকল্প। ২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকে কেন্দ্র-রাজ্য সংঘাতের কারণে উৎকর্ষ বাংলার অগ্রগতি কিছুটা থমকে থাকে। পরে রাজ্য সরকার উৎকর্ষ বাংলাকে ২০২১ সাল থেকে নতুন রূপ দিতে নতুন উদ্যোমে কাজ শুরু হয়। এ নিয়ে প্রচার শুরু হয় রাজ্যের বিভিন্ন ব্লক স্তরে। এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মধ্যে ধুপকাঠি তৈরি করা, দর্জি সেলাই,উজালা তৈরি, কম্পিউটার প্রশিক্ষণ প্রভৃতি। এদিনের সভাতে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, খাদ্য কর্মাধ্যক্ষ হায়দার আলি মল্লিক, ব্লক সভাপতি প্রদীপ হালদার, ব্লক উন্নয়ন আধিকারিক শেখ আব্দুল্লাহ, উৎকর্ষ বাংলা জেলার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা।
নমিতা সাহা বলেন. উৎকর্ষ বাংলার মধ্যে দিয়ে রাজ্য সরকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার চেষ্টা চালাচ্ছে। ব্লক উন্নয়ন আধিকারিক শেখ আবদুল্লাহ বলেন, উৎকর্ষ বাংলা উন্নয়নের দিশা দেখাচ্ছে। কিন্তু ট্রেনিং সেন্টারগুলি যথাযথ ভূমিকা না নেয়ার কারণে,পরিকাঠামোর অভাবে সকলে যুক্ত হতে ইচ্ছুক নয়। এই বিষয়গুলি যথাযথ গুরুত্ব সহকারে দেখতে হবে। এরই মধ্যে কিছু াভিযোগও ্রউঠে আসে। উৎকর্ষ বাংলায় রুনু খাতুন, রফিকা বিবির মতো মহিলারা ভাল পরীক্ষা দিয়েও এখনো পর্যন্ত কোন চাকরি পায়নি বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct