মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: পরিবেশকে দূষণমুক্ত করতে মিশন নির্মল বাংলা প্রকল্পের মধ্যে দিয়ে বাড়িতে বাড়িতে বালতি দেওয়ার কর্মসূচি।পরিবেশকে দূষণমুক্ত করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে মিশন নির্মল বাংলা প্রকল্প। ইতিমধ্যে গোটা রাজ্যের প্রত্যেকটি পৌরসভাকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে মতই রাজ্যের প্রত্যেকটি পৌরসভার পাশাপাশি শান্তিপুর পৌরসভাও মিশন নির্মল বাংলা প্রকল্পের কর্মসূচি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। বুধবার শান্তিপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনতা বার্তাসহ বালতি দেওয়ার কর্মসূচি করল শান্তিপুর ১৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনন্যা ঘোষ ও তার স্বামী প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ বলেন, পরিবেশকে দূষণমুক্ত করতে মিশন নির্মল বাংলা প্রকল্প চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরাও তৎপর। আজ প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করি এছাড়াও বাড়ির উৎকৃষ্ট আবর্জনা নির্দিষ্ট জায়গাই রাখার জন্য বালতি তুলে দিই। যদিও গতকালকে ওয়ার্ডের সমস্ত মানুষদের কে নিয়ে এক সচেতনতা শিবির করা হয়, আজ প্রত্যেকের বাড়িতে বাড়িতে বালতি দেওয়ার কর্মসূচি করা হল। আমাদের একটাই লক্ষ্য পরিবেশকে দূষণমুক্ত করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct