সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: দেশজুড়ে মূল্য বৃদ্ধি, বেকারত্ব ও সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে এবং রাজ্যে নিয়োগ নিয়ে দূর্নীতির বিরুদ্ধে সপ্তাহ ধরে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করা হয় বামপন্থী দল সমূহের পক্ষ থেকে। উল্লেখ্য গত ১৮ ই মে পনেরোটি বামপন্থী ও সহযোগী দলগুলির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এস এস সি সহ বিভিন্ন দূর্নীতি, খুন ইত্যাদি দাবির পরিপ্রেক্ষিতে যৌথ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয় ২৫ শে মে থেকে ৩১ শে মে পর্যন্ত। সেই মোতাবেক বীরভূম জেলার সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট মহকুমার বিভিন্ন ব্লকে যৌথভাবে ব্লকভিত্তিক সপ্তাহ ব্যাপী প্রচার অভিযান চালানো হয়। শেষ দিনে মঙ্গলবার সিউড়ি শহরের বুকে জেলা স্তরের কর্মসূচিতে ও বামপন্থী দল সমূহের যৌথ উদ্যোগে সুসজ্জিত লাল পতাকায় রঞ্জিত মিছিল পরিক্রমা করে শহর জুড়ে। এসএসসি দূর্নীতিতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রতিমন্ত্রী পরেশ অধিকারী দের বিরুদ্ধে শ্লোগানে মুখরিত করে তোলে শহরময়।
বেকারদের মাসিক সাড়ে সাত হাজার টাকা ভাতা প্রদানের ও দাবি ওঠে মিছিল থেকে। মিছিল শেষে বীরভূম জেলা শাসকের দপ্তরের সামনে সিউড়িতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন ও সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সি পি আই এম পলিট বুরোর সদস্য ডাঃ রামচন্দ্র ডোম, ফরোয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দীপক চ্যাটাজী, সি পি আই এম এল লিবারেশন রাজ্য কমিটির সদস্য সোমনাথ চ্যাটাজী সহ অন্যান্য দলের নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিআইএম এল লিবারেশন দলের জেলা সম্পাদক কমরেড গোপাল ঘোষ, সি পি আই এমের জেলা সম্পাদক গৌতম ঘোষসহ আরএ পি, ফরোয়ার্ড ব্লকের জেলা নেতৃত্বগন। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct