বাবু হক, আমতা, আপনজন: হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের ঝিখিরা গ্রাম পঞ্চায়েতের ঝিখিরা মধ্য মুসলিম পাড়ার বাসিন্দা দরিদ্র দিনমজুর পরিবারের মেধাবী শিক্ষার্থী কাজী মহম্মদ সিদ্দিকী এবছর রাজ্যে হাই মাদ্রাসার ফাজিল পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করছে। প্রাথমিক শিক্ষা ঝিখিরার মুসলিম পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে তার পর ঝিখিরা হাই স্কুলে এরপর উলুবেড়িয়া হাজি এসাহক দারুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসার আবাসিক হোটেলে থেকে পঠনপাঠন করত এই সিদ্দিকী রাজ্যে হাই মাদ্রাসার ফাজিল পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করেছে এবছর।
খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই সিদ্দিকীর বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক সুকান্ত পাল। তাকে শুভেচ্ছা জানাতে ও সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন। বাবা একজন কাঠমিস্ত্রি। অন্যের কাছে দিনমজুরি করেন। তবে এখন অসুস্থ। চিকিৎসা চলছে। আর এক ভাই এবছর ঝিখিরা হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কয়েক বছর আগে এক দিদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর হঠাৎ মারা যায়। মা গৃহিণী। আগামীতে অধ্যাপক হতে চান সিদ্দিকী। কলকাতার মৌলানা আজাদ কলেজে ভর্তি হতে চায় সিদ্দিকী। দরিদ্র দিনমজুর পরিবারের এই কৃতী সন্তানের পাশে থাকার আশ্বাস দেন পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিষ্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ্য গোপাল মিত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct