এম মেহেদী সানি, গাইঘাটা, আপনজন: বর্তমানে পাটের মরশুম চলছে আর কিছুদিনের মধ্যে পাট কাটবেন কৃষকরা। পাট থেকে উন্নত মানের তন্তু পেতে এবং আধুনিক পদ্ধতিতে পাটের তন্তু সংগ্রহের জন্য এবং পাট চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে ‘আধুনিক পাট চাষ, পাটজাত দ্রব্য ও বিকল্প কর্মসংস্থান’ - শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হলো উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটায়। রামনগর কৃষক সংঘ এবং বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিলচাতুরিয়া নিবেদিতা স্বনির্ভর গোষ্ঠীর সহযোগিতায় মঙ্গলবার রামনগর বিলচাতুরিয়া এফ পি স্কুলে ‘আইসিএআর- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি’-এর আধিকারিকদের পক্ষ থেকে এলাকার কৃষকদের পাট চাষ নিয়ে প্রদর্শনী এবং প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি পাট পচনের সহায়ক ‘নিনফেট-সাথী’ বিশেষ পাউডার কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। শতাধিক কৃষক এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
‘আইসিএআর- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’-এর পক্ষ থেকে পাঠ চাষ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে চাষিদের সচেতনতার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে পাটের তন্তু সংগ্রহ এবং আধুনিক পাট চাষের পদ্ধতি নিয়ে কর্মশালায় বক্তব্য রাখেন বিজ্ঞানী ড. রাকেশ কুমার ঘোষ। চাষীদের পাটচাষে আগ্রহ বাড়াতে পাটের তন্তুর পাশাপাশি পাটকাটি এবং পাতার বাণিজ্যিক ভাবে ব্যবহারের পরামর্শ দেন। আগামী দিনে যাতে পাট পাতার চা বানিজ্যিক ভাবে বাজারজাত করা যায় তার সরকারি ভাবে গবেষণা চলছে বলেও জানান বিজ্ঞানী ডঃ রাকেশ কুমার ঘোষ। এই সংস্থার সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জয়ন্ত মন্ডল এদিনের কর্মশালায় উন্নত মানের পাট তন্তু পাওয়ার কৌশল আলোচনা করেন। উপস্থিত ছিলেন রমা কান্ত মিশ্র। ‘আধুনিক পাট চাষ, পাটজাত দ্রব্য ও বিকল্প কর্মসংস্থান’ - শীর্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন রামনগর কৃষক সংঘের সভাপতি সুশান্ত আচারীয়া, বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের রাজ্য সম্পাদক শাহজাহান মন্ডল, গোবরডাঙ্গার শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সম্পাদক সত্যরূপানন্দ মহারাজ, গাইঘাটা কৃষি দপ্তরের আধিকারিক সুবির দাস, অনিন্দিতা মূখার্জ্জী, শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অসীম বিশ্বাস, আলফাজ হোসেন, কার্তিক চন্দ্র বিশ্বাস প্রমুখ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct