সাদ্দাম হোসেন মিদ্দে, ক্যানিং, আপনজন: সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা বোর্ডের আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের মহসিন সরদার পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান দখল করেছেন। বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৯০০-র মধ্যে তিনি পেয়েছেন ৮১১ নম্বর। তিনি চিকিৎসক হতে চান ভবিষ্যতে। তবে আর্থিক প্রতিবন্ধকতা তাঁর স্বপ্ন পূরণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফুটপাতে বাবার সঙ্গে মাঝে মধ্যে সবজি বিক্রি করতে হতো তাঁর।
মহসিন সরদার সম্পর্কে জানা গেছে তাঁর বাড়ি ক্যানিং ২ নম্বর ব্লকের বনমালীপুর গ্রামে। পিতা আব্দুর ছাত্তার সরদার পেশায় সবজি ব্যাবসায়ী। তাঁর সবজির দোকানে রয়েছে ঘুটিয়ারি বাজারে। মা গৃহবধু। আট ভাই - বোনের মধ্যে মহসিন সবার ছোট। আপনজন প্রতিনিধিকে মহসিন বলেন আমি এখন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই। ভবিষ্যতে আমি চিকিৎসক হতে চাই। ১৪ থেকে ১৬ ঘন্টা দৈনিক গড়ে পড়াশুনা করতাম। অবসরে বই পড়ি। কিভাবে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হবে জানিনা। সরকারি সাহায্য পেলে ভালো হয়। খবর পেয়ে সোমবার বিকালে স্থানীয় ক্যানিং পূর্বর বিধায়ক সওকাত মোল্লা জীবনতলার বিধায়ক কার্যালয়ে ডেকে সংবর্ধনা দেন মহসিনকে। উচ্চ শিক্ষার জন্য সব করম সহযোগিতার আশ্বাস দেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct