সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ২০২১ এর বিধানসভা ভোটের পর দুদিনের জন্য বাঁকুড়া জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গতকালের প্রশাসনিক বৈঠকের পর আজ বাঁকুড়ার সতীঘাটে একটি দলীয় কর্মীসভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো।কর্মীসভায় যোগ দান করে নেত্রী জানান আমার খারাপ লেগেছিল বাঁকুড়া,পুরুলিয়া,ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুরের জন্য যখন মাও দৌরাত্বে চলছিল,এখন এই সব জায়গায় অনেকটা শান্ত। তিনি আক্ষেপের সুরে জানান, বাঁকুড়ার মানুষ ভুল বুঝেছিল তাই গত লোকসভা এবং বিধানসভায় ভালো করতে পারিনি, আর এখন মানুষ যাদের ভোটে জিতিয়েছে তাদের আর দেখতেই পাওয়া যায় না এখন মানুষ তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। এদিন তৃণমূল নেত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে বলেন উজালা গ্যাস এখন হাওয়া হয়ে ধোকালা হয়ে গেছে, বিজেপিকে শকুনের দল বলেও কটাক্ষ করলেন। নোট বন্দি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলে রিজার্ভ ব্যাংক এর রিপোর্ট অনুযায়ী নোট বন্দির ১০২% নোট ভেজাল, তিনি এও জানান রাজ্যে ইডি, সিবিআই ঢুকিয়ে তৃণমুল কংগ্রেসে কিচ্ছু করতে পারবে না মোদি সরকার। দীর্ঘ কুড়ি মিনিট ধরে সভায় বক্তব্য রেখে অন্ডালের হয়ে কলকাতার উদ্দ্যেশ রওনা দেন তৃণমূল নেত্রী।পঞ্চায়েত ভোটের পূর্বে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রীর বার্তা এবং কড়া পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দ্যেশে তিনি বার্তা দেন মানুষের দরজায় দরজায় যান মানুষের জন্য কাজ করুন । নেত্রীর এই বার্তা আগামী দিনে বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন আরো বেশি মজবুত হবে, উজ্জীবিত হবেন কর্মীরা এই আশা ব্যক্ত করেন তৃণমূল সুপ্রিমো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct