আপনজন ডেস্ক: অনেকেই বলে থাকেন, কোপা আমেরিকার চেয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইউরোপের দলগুলোকেও এ ক্ষেত্রে এগিয়ে রাখা হয়। কিছুদিন আগে যেমন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ইউরোপের তুলনায় অনুন্নত। সত্যিই এমন কিনা তার খানিকটা প্রমাণ পাওয়া যাবে আজ রাতে। মর্যাদার ‘লা ফিনালিসিমা’ দ্বৈরথে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হচ্ছে কোপা জয়ী আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। ২০২০ ইউরোতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। তবে রবার্তো মানচিনির দল উতরাতে পারেনি বিশ্বকাপের বাছাই পর্ব। টানা দ্বিতীয়বারের মতো বৈশ্বিক আসর থেকে ছিটকে যাওয়ার দুঃখটা আজ্জুরিরা ভুলতে চাইছে ফিনালিসিমা জিতে। অন্যদিকে আর্জেন্টিনাও নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণে মরিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড টানা ৩১ ম্যাচ হারেনি লিওনেল স্কালোনির দল।
অধিনায়ক লিওনেল মেসির কাছে ট্রফিটির মূল্য অনেক। প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে হয়তো ট্রফিটি উৎসর্গ করবেন তারা। ১৯৯৩ সালে ম্যারাডোনার হাত ধরেই শেষবার আন্তঃমহাদেশীয় সুপার কাপ জিতেছিল আর্জেন্টিনা। সংবাদমাধ্যমকে মেসি বলেন, ‘ফিফা স্বীকৃত একটি অফিসিয়াল প্রতিযোগিতা এটি। আমাদের জন্য আরেকটি ট্রফি এবং আমরা এটা জিততে চাই। আমরা জিততে চাই আমাদের নিজেদের জন্য, দলের জন্য এবং দেশবাসীর জন্য।’
বিশ্বকাপ খেলতে না পারলেও মেসি ইতালিকে সমীহ করছেন। তিনি বলেন, ‘তারা যদি বিশ্বকাপে যেতে পারতো তাহলে অন্যতম ফেভারিট থাকতো। গ্রুপ পর্বে কেউ ইতালির মুখোমুখি হতে চাইতো না। দুভার্গ্য যে তারা ছিটকে গেছে। সুতরাং সামনে এগিয়ে যাওয়া, আরও উন্নতি করা এবং সম্ভাব্য সবচেয়ে ভালো উপায়ে লক্ষ্য পূরণ করার জন্য এটা একটা চমৎকার পরীক্ষা।’ এমবাপ্পের মন্তব্য নিয়ে মেসি বলেন, ‘ট্রেনিংয়ের বাইরে আমাদের কথা হয়। তবে এনিয়ে হয়নি। সে কীভাবে কথাটা বলেছে আর কীইবা বলেছে আমি দেখিনি। তবে স্পেনের অনেকের সঙ্গে বহুবার এসব কথা হয়েছে। প্রতিটি বাছাই পর্বের পর স্পেনে ফিরে আমরা ওদের কাছে অভিজ্ঞতা শেয়ার করতাম। ওদের বলতাম, তোমরা যদি সেখানে খেলতে তাহলে বুঝতে বিশ্বকাপে জায়গা করে নেয়া কতটা কঠিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct