আসাদুল্লাহ আল গালিব, মুর্শিদাবাদ, আপনজন: পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকার একটি মিশনারী শিক্ষা প্রতিষ্ঠান আল আলাম মিশন থেকে এই বছর ২০২২ মাদ্রাসা মাধ্যমিক বোর্ড পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করলো মহঃ বেনজির হোসেন। তার প্রাপ্ত নাং ৭৬৮। তার বাড়ি মিশন থেকে ঢিল ছোড়া দূরত্বে রামনগর নয়নশুকপুর গ্রামে। তার বাবার নাম মহম্মদ গোলাম ইয়াজদানি। পেশায় গ্রামীণ পুলিশ। ছোট থেকেই আমার ছেলে এই মিশনে পড়াশোনা করেছে। তাকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছি। তার এই কৃতিত্বের পেছনে এই মিশনের অবদান অনেক বলে জানান তার পিতা গোলাম ইয়াজদানি। বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিকে পাশ করতে চায় বেনজির। সাফল্যের সাথে কৃতিত্ব অর্জন করে একজন ভালো আইএএস অফিসার হয়ে সাধারণ গরীব দুস্থ অসহায়দের পাশে দাঁড়াতে চায়। বেনজিরের রেজাল্টে খুশি তার মা বাবা থেকে শুরু করে মিশনের সহ সম্পাদক আব্দুল বারী, ডাইরেক্টর মাহবুব মুর্শেদ সহ সকল শিক্ষক শিক্ষিকারা।
আব্দুল বারী সাহেব বলেন, ছোট বেলা থেকেই বেনজিরকে আমরা অনেক উৎসাহ দিয়ে এসেছি। তার এই রেজাল্ট আমাদের সীমান্তের ছেলে মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। মাহবুব মুর্শেদ বলেন, আমাদের মিশন এর আগে তিন বার বোর্ডে প্রথম এবং একবার যুগ্ম প্রথম স্থান অধিকার করেছিল। তা ছাড়াও প্রতি বছর প্রথম দশে আমাদের মিশনের ছেলে মেয়েরা স্থান করে থাকে। বেনজিরকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাঠানো শুভেচ্ছা জানাতে আল আলাম মিশনে উপস্থিত ছিলেন রানীনগর ব্লকের মাননীয় বিডিও , জয়েন্ট বিডিও সহ অন্যান্য আধিকারিকরা । তা ছাড়াও বাংলার দানবীর শিল্পপতি তথা আল আলাম মিশনের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাক হোসেন বেনজিরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, আল আলাম মিশন বরাবরই বোর্ড এ স্থান পায়। এ বছরও তেমনি। তাই আল আলাম মিশনের এই সাফল্যে সকল শিক্ষক শিক্ষিকা সহ সকল মাধ্যমিক উত্তীর্ণদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct