অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার নবদ্বীপ ধাম এক্সপ্রেস পথ চলা শুরু করলো বালুরঘাট থেকে। মালদা থেকে চলা এই ট্রেনটি এখন সপ্তাহে ৫ দিন চলবে বালুরঘাট থেকে। এর ফলে স্বভাবতই খুশি দক্ষিণ দিনাজপুর জেলা বাসী। সোমবার বালুরঘাট-নবদ্বীপ ট্রেন পরিষেবার সূচনালগ্নে বালুরঘাট রেল স্টেশনে উপস্থিত ছিলেন, বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, কাটিহার রেঞ্জের ডিআরএম কর্নেল শুভেন্দু চৌধুরী, তপনের বিধায়ক বুধিরাই টুডু, গঙ্গারামপুর এর বিধায়ক সত্যে রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন সবুজ পতাকা নাড়িয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ের রেলওয় তত্ত্বাবধানে শুরু হওয়া নবদ্বীপ-বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটির শুভ উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এবিষয়ে ডিআরএম কর্নেল শুভেন্দু চৌধুরী জানান, মালদা- নবদ্বীপ এক্সপ্রেস ট্রেন বালুরঘাট পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এর জন্য জেলার লোক অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। আজ এই ট্রেনটি বালুরঘাট থেকে পথ চলা শুরু করল । ট্রেনটি সপ্তাহে ৫ দিন চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct