মোস্তাফিজুর রহমান, বারাসাত, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আয়োজিত ২০২১-২২ শিক্ষাবর্ষে আলিম পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে মোঃ মুজাহিদুল ইসলাম। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা কে.এস.এইচ. রাহানা সিনিয়র মাদ্রাসার ছাত্র মোঃ মুজাহিদুল ইসলামের প্রাপ্ত নম্বর ৮৪০। রাহানা মাদ্রাসা বরাবরই প্রথম দিকে থাকা একাধিক ছাত্র-ছাত্রীকে উৎপন্ন করে এসেছে।এবারও তার ব্যতিক্রম হয়নি।বলা বাহুল্য, শেষ ১৫ বছর রাহানা মাদ্রাসা অগনিত ভালো ফল করা ছাত্র-ছাত্রী উপহার দিয়ে এসেছে। এবারও বারাসাত,অম্বিকা সিটি’র বাসিন্দা মোঃ মোফাজ্জেল হকের তিন সন্তানের মধ্যে মেজ সন্তান মোঃ মুজাহিদুল ইসলাম প্রথম। স্বভাবতই আজ আনন্দে আত্মহারা মোঃ মোজাহিদ সহ তার পরিবার ও শিক্ষকগণ।
তবে,এখানেই থেমে থাকতে চায় না সহপাঠীদের প্রিয় ‘মুজাহিদ’। তার জীবনের স্বপ্ন সফট্ওয়ার ইঞ্জিনিয়ার হওয়া। ছোট থেকেই মেধাবী মোঃ মুজাহিদুল নেটওয়ার্কিং সাইটে খুব পটু। তাই সফট্ওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে প্রবল। তার বাংলা শিক্ষক মোঃ কলিমউল্লাহ বলছিলেন, ‘ছেলেটি পাঠ্য বইয়ের পাশাপাশি কম্পিউটারেও ভীষণ দক্ষ।’ এছাড়া, ফুটবল, ক্রিকেট খেলায়ও বেশ ভালো। বিভিন্ন ইসলামি সংগীতে দারুণ দক্ষ সে। পিতা মোঃ মোফাজ্জেল হক পেশায় শিক্ষক। তবে, নিজে শিক্ষক হলেও, ছেলের ইচ্ছাকে সম্মান জানিয়ে সফট্ওয়ার ইঞ্জিনিয়ার হওয়াতে সম্মান জানাতে চান তিনি। উচ্ছ্বসিত মা মমতাজ খাতুনও। রেজাল্টের পরেই ছেলের পছন্দের খাবার তৈরিতে ব্যস্ত তিনি। আজ মো. মুজাহিদুলের বাড়িতে যেন অকাল ঈদ!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct