আব্দুস সামাদ মণ্ডল, কলকাতা, আপনজন: আজ সোমবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা মাধ্যমিক আলিম ফাজিলের ফলাফল। পরীক্ষা শেষের প্রায় দেড় মাসের মাথায় প্রকাশিত মাদ্রাসার ফলাফল। হাই মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করেছে মালদহের রতুয়অর ভাদো গ্রামের ছাত্রী সারিফা খাতুন। শুধু তাই নয়, প্রথম দশের ৬ পড়ুয়াই মালদহের। প্রথম তিনজন ছাত্রী। তবে পাশের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলিমে যুগ্ন ভাবে প্রথম স্থান অধিকার করেছেন সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শেখ আলফাজ শেখ তার প্রাপ্ত নাম্বার ৮৪০ এবং মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকীয়া হামিদিয়া সিনিয়র মাদ্রাসা প্রথম স্থান অধিকার করেন তার প্রাপ্ত নাম্বার ৮৪০।ফাজিলের প্রথম স্থান অধিকার করেছেন দারিয়াপুর সিরাজুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলকামা তার প্রাপ্ত নাম্বার ৫৫৫।করোনার প্রকোপ কমতেই চলতি বছরে অফলাইনে হয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা। ২১ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। সোমবার ৩০ এপ্রিল অর্থাৎ পরীক্ষা শেষের ঠিক ৪০ দিনের মাথায় প্রকাশিত হল মাদ্রাসার ফল।
এদিন মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফল ঘোষণা করেন। চলতি বছরে পাশের হার ৮৭.০২ শতাংশ। হাই মাদ্রাসা মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন ইমরানা আফরোজ। তিনি পেয়েছেন ৭৭৫। তৃতীয় স্থানে মহম্মদ ওয়াকিল আনসারি । তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৩। আলিমে দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ শাহিদ আখতার তার প্রাপ্ত নাম্বার ৮২৭ তৃতীয় স্থান অধিকারিণী জে এইচ আর সিনিয়র মাদ্রাসার ছাত্রী সারমিন জাহান তার প্রাপ্ত নাম্বার ৮২৫।ফাজিলে দ্বিতীয় স্থান অর্জন করছেন আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসা থেকে সাবির আলি মোল্লা তার প্রাপ্ত নাম্বার ৫৫৩।
তৃতীয় স্থান অধিকার করেছেন খিড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার থেকে রিজওয়ান আহসান তার প্রাপ্ত নাম্বার ৫৪৪। মাদ্রাসা পর্ষদের তরফে জানানো হয়েছে, চলতি বছরে ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪ শতাংশ। ছাত্ররা পাশ করেছেন ৮৭.৬০ শতাংশ। আজ মঙ্গলবার বেলা বারোটায় মাদ্রাসায় রেজাল্ট ও মার্কশিট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct