সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রণডিহা ড্যাম বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান। এখানে সারাবছরই কমবেশি পর্যটক চোখে পড়ে। তবে পিকনিকের মৌসুমে পর্যটক থাকে চোখে পড়ার মতো । দামোদর নদীর উপর এই ড্যামে ঘুরতে এসে প্রাণ হারাতে হয় অনেক পর্যটককে । কিন্তু তার পরেও কোন রকম হুঁশ ফিরছে না পুলিশ প্রশাসন থেকে ব্লক প্রশাসন কারোর । পিকনিকের মরশুমে পুলিশের নজরদারি থাকলেও বছরের অন্যান্য সময় দেখা যায় না কোন নজরদারী এমনটাই দাবি স্থানীয়দের । গত রবিবার এই ড্যামে এক সেনা কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল । বারবার মারাত্মক দুর্ঘটনা ঘটছে কিন্তু তারপরেও কেন ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন নজরদারি বাড়াচ্ছে না উঠছে প্রশ্ন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct