আপনজন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস’র সঙ্গে টেলিফোন কথোপকথনে কিয়েভের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মস্কোর প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস শনিবার এ কথা জানায়।বিবৃতিতে বলা হয়,‘আলোচনার ক্ষেত্রে চলমান পরিস্থিতির দিকে বিশেষ মনোযোগ দেয়া হয়েছিল, যা কিয়েভের কারণে অচল হয়ে আছে। ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন, পুনরায় আলোচনা শুরুর জন্য রাশিয়া প্রস্তুত।’ ক্রেমলিন প্রেস সার্ভিস বলেছে, ম্যাক্রোঁ এবং শলৎস’র সঙ্গে আলাপে পুতিন পশ্চিমা অস্ত্র দিয়ে ইউক্রেন ভরিয়ে তোলার বিপদের প্রতি জোর দিয়েছেন।বিবৃতিতে বলা হয়, ‘রুশ প্রেসিডেন্ট পশ্চিমা অস্ত্র দিয়ে ইউক্রেন ভরে তোলার চলমান বিপদজ্জনক পরিস্থিতি সম্পর্কে তুলে ধরে আরও অস্থিতিশীলতা এবং মানবিক সংকটের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন।’ পুতিন বলেন, রুশ বিরোধী নিষেধাজ্ঞা এবং পশ্চিমের অন্যান্য ভুলের কারণে খাদ্য সরবরাহ সমস্যার সৃষ্টি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর বিপথগামী নীতির পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct