নিজস্ব প্রতিবেদক, রানিনগর, আপনজন: রবিবার রামনগর আল আলাম মিশনে পতাকা শিল্পগোষ্ঠী পরিচালিত জি ডি স্কলারশিপ বিতরণ করা হলো মুর্শিদাবাদ জেলার গরীব দুস্থ অসহায় ছাত্র ছাত্রীদের মধ্যে। এম বি বি এস, নার্সিং, ল, বিএ, এমএ, পি এইচ ডি সহ বিভিন্ন পেশাদারি কোর্স এ পাঠরত গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে এই স্কলারশিপ তুলে দেওয়া হয়। এদিনের এই বিতরণী সভাতে উপস্থিত ছিলেন পতাকা শিল্পগোষ্ঠীর আধিকারিক সহিদুল ইসলাম খান, আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শেদ, আব্দুল বারী, পতাকা শিল্পগোষ্ঠীর কর্মী আবদার রহমান প্রমুখ বিশিষ্ট জনেরা।
এই স্কলারশিপ জাতি ধর্ম নির্বিশেষে প্রতি তিন মাস অন্তর প্রদান করে থাকেন বাংলার দানবীর শিল্পপতি তথা পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার আলহাজ্ব মোস্তাক হোসেন। এই স্কলারশিপ পেয়ে অনেক ছাত্র ছাত্রী আজ সাফল্যের দোড় গোড়ায় পৌছে গেছে। অনেকে আবার প্রতিষ্ঠিত হয়ে তারাও সমাজের খাদেমগিরি করে চলেছেন। ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপ হাতে পেয়ে মোস্তাক হোসেন সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন স্কলারশিপ প্রদান করার পাশাপাশি আল আলাম মিশনের বালিকা বিভাগ পরিদর্শনে যান পতাকার আধিকারিকরা। সেখানে মেয়েদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা বিভাগ মাধ্যমিক শ্রেণী অবদি থাকায় মেয়েরা তাদের নিজস্ব উচ্চমাধ্যমিক বিভাগ খোলার জরুরি আবেদন জানিয়েছেন পতাকা শিল্পগোষ্ঠীকে। এবং পতাকা শিল্পগোষ্ঠী তাতে এক মত হয়ে তাদের অনুরোধ গ্রহন করেছেন এবং এদিন মিশন কমিটি থেকে এও ঘোষণানা করা হয় যে আগামী শিক্ষাবর্ষ থেকেই মহিলাদের জন্য নিজস্ব উচ্চমাধ্যমিক বিভাগ খোলা হবে আল আলাম মিশনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct