বাবলু প্রামাণিক, বারুইপুর: রবিবার সকালে বাঘের হামলায় সেখানে প্রাণ গিয়েছে এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম সন্ন্যাসী মণ্ডল(৪৫)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার গোসাবা ব্লকের কুমিরমারি গ্রামে। রবিবার ভোরে ঝিল্লার জঙ্গলের একটি খাঁড়িতে বাঘের হামলায় তাঁর প্রাণ গিয়েছে।জানা গিয়েছে, শনিবার সকালে কুমিরমারি গ্রামের বেশ কয়েকজন মৎস্যজীবী ঝিল্লার জঙ্গলে একটি নৌকা নিয়ে গিয়েছিলেন মাছ ধরার উদ্দেশ্যে। সন্ন্যাসী মণ্ডল ছাড়াও সেই নৌকায় ছিলেন তিনজন মৎস্যজীবী। শনিবার মাছ-কাঁকড়া ধরে একটি খাঁড়িতে নৌকাভিড়িয়েছিলেন তাঁরা। রবিবার ভোরের আলো ফুটতেই খঁড়িতে কাঁকড়া ধরার তোড়জোড় করতে থাকেন তাঁরা। সেই সময়েই খাঁড়ির পাশে থাকা ঝোপে ঘাপটি মেরে থাকা বাঘ ঝাঁপিয়ে পড়ে সন্ন্যাসীর ঘাড়ের ওপর। তাঁকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। লাঠি আর নৌকার বৈঠা নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে সঙ্গীকে উদ্ধারের জন্য।
দীর্ঘক্ষণ চলে বাঘে মানুষের তুমুল লড়াই। শেষে শিকার ফেলেই পালিয়ে যায় সুন্দরবনের বাঘ মামা। তড়িঘড়ি সন্ন্যাসী মন্ডল কে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনে তার সঙ্গীরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার করে ডাক্তারবাবুরা বলেন সন্ন্যাসী আর বেঁচে নেই। এই কথা শুনতে সন্ন্যাসীর পরিবারে নেমে এলো শোকের ছায়া। গোসবা ব্লকের জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডল জানিয়েছেন ওদের পাশে থাকার আশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct