আপনজন ডেস্ক: আজ রবিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বলেছে , ‘আপনার আধার কার্ডের ফটোকপিগুলি কোনও সংস্থার সাথে শেয়ার করবেন না। কারণ এটির অপব্যবহার হতে পারে। বিকল্প হিসেবে অনুগ্রহ করে মাস্কড আধার ব্যবহার করুন যা আপনার আধার নম্বরের শেষ চারটি সংখ্যা প্রদর্শন করে।' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাইসেন্সবিহীন বেসরকারি সংস্থাগুলির আধার কার্ডের একটি অনুলিপি দাবি করার বা রাখার অধিকার নেই। অর্থাৎ হোটেল বা সিনেমা হলের মতো প্রতিটি প্রতিষ্ঠানই আধারের কপি চাইতে পারে না। আরও বলা হয়েছে, শুধুমাত্র সেই সংস্থাগুলি যারা ভারতের অনন্য পরিচয় আধার কর্তৃপক্ষ থেকে লাইসেন্স পেয়েছে তারাই কোনও ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করতে আধার ব্যবহার করতে পারে। সরকার নাগরিকদের তাদের আধার কার্ড শেয়ার করার আগে আধার কর্তৃপক্ষ বৈধ লাইসেন্স আছে কিনা তা যাচাই করতে বলেছে।
সেই সঙ্গে সরকার মানুষকে তাদের আধার কার্ড ডাউনলোড করতে ইন্টারনেট ক্যাফেতে পাবলিক কম্পিউটার ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে। এ নিয়ে বলা হয়েছে, যদি আপনি ডাউনলোড করেন তবে দয়া করে নিশ্চিত করুন যে আপনি সেই কম্পিউটার থেকে ই-আধারের ডাউনলোড করা সমস্ত কপি স্থায়ীভাবে মুছে ফেলেছেন'। তবে, যাতে কেউ আধার কার্ডের অপব্যবহার করতে না পারে তার জন্য আধার কার্ডের একটি মুখোশধারী কপি শেয়ার করতে বলেছে। প্রত্যেক কার্ডধারী সহজেই তার আধারের মাস্কড কপি ডাউনলোড করতে পারেন। মুখোশযুক্ত আধার সাধারণ আধার কার্ডের মতোই যে পার্থক্যের সাথে আধার নম্বরটি আংশিকভাবে লুকানো থাকে। আধার নম্বরের শেষ চারটি সংখ্যাই দেখা যায়।
মুখোশযুক্ত আধার কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ থেকে ডাউনলোড করা যেতে পারে। আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বর সেখানে লিখে তারপর 'আপনি কি মুখোশযুক্ত আধার আধার' বিকল্পটি নির্বাচন করলে মাস্কড আধার কপি ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড কপিতে শুধু মুখোশযুক্ত মুখ দেখা যাবে আর আধারের শেষ চার সংখ্যাটি দেখা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct