রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: ছাত্র ছাত্রীদের কেরিয়ার সম্পর্কে সঠিক দিশা দেখানোর জন্য স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এসআইও নওদা ব্লকের পক্ষ থেকে কেরিয়ার গাইডেন্স ক্যাম্পের আয়োজন করা হয় নওদা হাই স্কুলে। এই বিশেষ প্রোগ্রামে দশম একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ৩০০ ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন পেশার বিশেষজ্ঞগন কেরিয়ারের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। উপস্থিত এসআইওর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সম্পাদক মতিরুল রহমান সেখ জানান, “প্রতি বছরই জেলার বিভিন্ন প্রান্তে কেরিয়ার গাইডেন্স ক্যাম্প হয়ে থাকে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর ছাত্র ছাত্রীর কোন দিকে যাবে, তা অনেকে ঠিক করতে পারে না। তাই আমরা চেয়েছি একঝলকে কেরিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে একটা ধারণা দিতে। এর ফলে ছাত্র ছাত্রীদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।” উপস্থিত বিশেষজ্ঞগণের মধ্যে ছিলেন রাজ্য শিক্ষা সম্পাদক তথা গবেষক সাইদ মামুন, পিএইচডি স্কলার ড. শাহনওয়াজ খান, ডোমকল পলিটেকনিক কলেজের লেকচারার রফিকুল ইসলাম, আমতলা জে আর মহাবিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ আব্দুল হালিম সেখ, নওদা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ প্রমুখ। এছাড়াও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রাসেল কাইজার, আবু রাইহান, ফাহিম নাকিব উপস্থিত ছিলেন। উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবকগন এসআইওর এহেন উদ্যোগকে স্বাগত জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct