আপনজন ডেস্ক: ইউক্রেনের জন্য উন্নত সামরিক অস্ত্র ও ড্রোন কিনতে লিথুনিয়ার শত শত মানুষ একজোট হয়ে তহবিল সংগ্রহ করছেন। রাশিয়ার আক্রমণে পর্যুদস্ত ইউক্রেনকে প্রতিবেশী দেশ হিসেবে সাহায্য করার উদ্দেশ্যেই তারা এই ড্রোন ও অস্ত্র কেনার উদ্যোগ নিয়েছেন। খবর রয়টার্সের ড্রোন কেনার জন্য প্রয়োজন কমপক্ষে ৫০ লাখ ইউরো। মাত্র তিন দিনেই প্রায় ৩০ লাখ ইউরো সংগ্রহ হয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার থেকে তহবিল সংগ্রহ শুরু হয়। তহবিলে ১০০ ইউরো প্রদানকারী ৩২ বছর বয়সি অ্যাগনে বেলিকাইট বলেন, এই যুদ্ধ (ইউক্রেন-রাশিয়া) শুরু হওয়ার আগে আমরা কেউই ভাবিনি যে, বন্দুক কিনতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct