সজিবুল ইসলাম, জলঙ্গি, আপনজন: মুর্শিদাবাদ জেলা রাজ্যের পিছিয়ে পড়া একটি জেলা আর সেই জেলার মানুষ পরিযায়ী শ্রমিকের কাজে দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত আছেন।একসময়ে বাঙাল বিহার উড়িষ্যার রাজধানী ছিল বর্তমানের পিছিয়ে পড়ার মুর্শিদাবাদ জেলা।যেখানে নেই কোনো কর্মসংস্থান। তাই পেটের তাগিতে ছুটতে হয় কেরল,মুম্বাই,দিল্লি সহ হায়দরাবাদের মত একাধিক রাজ্যে।সেখানে কেও রাজমিস্ত্রির কাজ করেন কেও হোটেলে আবার কেও পাইপ লাইনের কাজ করেন। তেমনি মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের এক পরিযায়ী শ্রমিক দীর্ঘ চার বছর ধরে কেরলে প্রেম্বাবুর থানা এলাকায় জলের পাইপ বসানোর কাজ করতে গিয়েছিলেন।শনিবার সকালে প্রতিদিনের মত এদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাইরে হাটাহাটি করতেই হটাৎ বুকে ব্যাথা উঠলে ,মাটিতে পড়ে যায় সঙ্গে থাকা সহকর্মীরা তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পরিযায়ী শ্রমিক ইদুল হাসান (৫২) কে। এই খবর গ্রামের বাড়িতে আসতেই কান্নায় ভেংগে পড়ে গোটা পরিবার সহ এলাকার মানুষ।শেষবারের মত মুখটা দেখার অপেক্ষায় বসে আছে সকলে।পরিবারের দাবি একমাত্র উপার্জনকারী তিনি চলে গেলেন এখন কিভাবে সংসার চলবে সেই নিয়ে চিন্তায় চিন্তিত পরিবার।সরকারি সাহায্যের আবেদন জানান পরিবার থেকে গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct