জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: ব্যান্ডেলে অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বসানোর জন্য ট্রেন বন্ধ শুক্রবার দুপুর ৩টে থেকে। হাওড়া-বর্ধমান মেন লাইনে চুঁচুড়া থেকে হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল করবে আগামী সোমবার দুপুর ৩টে পর্যন্ত। মাঝে হুগলী থেকে তালান্ডু পর্যন্ত কোন স্টেশন দিয়েই ট্রেন যাবে না। অন্যদিকে কাটোয়া লাইনেও হুগলী থেকে ইসলামপাড়া হল্ট পর্যন্ত ট্রেন বন্ধ। ফলে হাওড়া যাওয়ার জন্য নিত্যযাত্রীদের যে করে হোক চুঁচুড়ায় আসতেই হয়েছে। ফলে চুঁচুড়া স্টেশন সংলগ্ম এলাকায় থাকা প্রায় ২০টি সাইকেল গ্যারেজে সাইকেল-মোটর সাইকেল উপচে পরলো। হুগলী, ব্যান্ডেল, সপ্তগ্রাম, মগরা, তালান্ডু সহ বাঁশবেড়িয়া থেকেও বহু মানুষ চুঁচুড়া স্টেশনে হাওড়াগামী ট্রেন ধরতে আসেন। নিত্যযাত্রীরা অধিকাংশই সাইকেল কিংবা বাইকে চেপে চুঁচুড়ায় আসেন। সেখান থেকে ট্রেনে চেপে হাওড়ার দিকে গন্তব্যে পৌঁছেছেন তাঁরা। কিন্তু ট্রেনের সংখ্যা কম থাকায় এদিন ভিড় হয়েছিল মারাত্মক, সাধারণত চুঁচুড়া স্টেশনে জগদ্ধাত্রী পূজার সময় এতটা ভিড় দেখা যায়, কিছু কিছু মানুষের মুখে বলতে শোনা গেল যে হাওড়া হুগলি লাইন এখন বনগাঁ লাইনের মতো হয়ে গেছে,কিন্তু ট্রেনে চাপার আগে সাইকেল-গাড়ি রেখে গেছেন গ্যারাজে। দু’চাকার চাপে এদিন গ্যারাজ উপচে পরে বাধ্য হয়ে বহু গাড়িই রাস্তায় রাখতে হয়। রোজগার বেশী হলেও তাই বাহনের চাপে গ্যারাজ মালিকদের মুখের হাসি উধাও। তাঁদের বক্তব্য আমাদের এত গাড়ি রাখার ধারন ক্ষমতাই নেই। তাই এত না হলেই ভালো হতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct