আপনজন ডেস্ক: ইউক্রেনের সেভেরোদনেৎস্কে বৃহস্পতিবারের রুশ হামলায় ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন সেখানকার স্থানীয় মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেছেন, শহরটিতে ১২ থেকে ১৩ হাজার মানুষ এখনো আছে। সেখানে রুশ সেনাদের হামলায় ৬০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। ওই অঞ্চল থেকে মাত্র ১২ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। শহরটির মেয়র ওলেক্সান্ডার স্ট্রিউক বলেন, রাশিয়া ও ইউক্রেনের যোদ্ধাদের মধ্যে সেভেরোদোনেতস্কে ভয়াবহ লড়াই চললেও এখনও প্রায় ১২ হাজার থেকে ১৩ হাজার মানুষ শহরটিতে অবস্থান করছেন। এছাড়া উভয়পক্ষের এই লড়াইয়ে শহরটির ৬০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক চলা রাশিয়ার সর্বাত্মক এই হামলা সম্প্রতি গড়িয়েছে চতুর্থ মাসে। রুশ সেনারা প্রাথমিকভাবে প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct