বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: শুক্রবার ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের অন্তর্গত বাসুল ডাঙ্গা অঞ্চলে মরুইবেরিয়া গ্রাম পার্শ্ববর্তী মাঠে আই.এস.এফ-এর কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী এক ধর্মীয় সভায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন। সামনে পঞ্চায়েত নির্বাচন এখন থেকে প্রত্যেক দল তাদের দল এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠে নেমে পড়েছে। সে কথা মাথায় রেখে আগামী নির্বাচন প্রসঙ্গে আব্বাস সিদ্দিকী বলেন, অন্য কোনওি দলের সঙ্গে জোট না হলে আইএসএফ একাই লড়বে পঞ্চায়েত নির্বাচনে।
মূলত এদিনের ধর্মসভাটি হয় আইএসএফ কর্মী সমর্থকদের উদ্যোগে। আইএসএফ সূত্র জানিয়েছে, কর্মীদের মধ্যে মেলবন্ধন ঘটাতে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি। এই সভা থেকে ধর্মীয় আলোচনার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে বিভিন্ন ইস্যু নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। ডিজেল-পেট্রোল-কেরোসিন তেল-সর্ষের তেল-জ্বালানি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে নারী নির্যাতন-নারী ধর্ষণ ও ব্যাঙ্ক-বীমা-রেল ইত্যাদি বেসরকারী করণের প্রতিবাদ করেন। বিশেষ করে রাজ্যের দুয়ারে মদ, এর বিরুদ্ধে সোচ্চার হন়। এছাড়া, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের খুনিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি সহ একাধিক বর্তমান জ্বলন্ত বিষয় তুলে তিনি রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। সভার শেষে ধর্মীয় নীতি অনুসরণ করে দুয়া ও কিয়ামের মাধ্যমে সমাপ্ত করে সকল আইএসএফ কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct