অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য সাথী কার্ড পেলেন এক মহিলা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বিজাহার গ্রামের বাসিন্দা শবনম মোস্তারীন। তিনি পেশায় একজন গৃহবধূ। তার চার মাসের নাবালিকা মেয়ের অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করবার বিষয়ে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশুকন্যাটির চিকিৎসার জন্য তিনি বিভিন্ন চিকিৎসালয়ে যোগাযোগ করেন। উন্নত চিকিৎসার জন্য দক্ষিণবঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেইমত উন্নত চিকিৎসার জন্য তিনি তার মেয়েকে কলকাতার একটি নামী চিকিৎসা কেন্দ্রে জরুরী ভিত্তিতে নিয়ে যেতে চান।
তবে সে ক্ষেত্রে মেয়ের চিকিৎসার জন্য সমস্যার কারন হয়ে দাঁড়ায় অর্থ। এদিকে শবনম মোস্তারীন এর মেয়ের চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজন ছিল স্বাস্থ্য সাথী কার্ডের। এইরূপ পরিস্থিতিতে তিনি জেলা স্বাস্থ্য সাথী সেলে যোগাযোগ করেন। তার আবেদনের কয়েক ঘন্টার মধ্যে জরুরী ভিওিতে বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক আয়েশা রানি এ শিশু কন্যাটির পরিবারের হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেন । এদিকে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে খুশি ওই শিশুটির পরিবারের লোকেরা। এই স্বাস্থ্য সাথী কার্ড দিয়েই অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট(প্রতিস্থাপন) করা হবে ওই শিশুটির। এবিষয়ে শিশু কন্যার মা শবনম মোস্তারীন জানিয়েছেন, মেয়ের চিকিৎসকরা জন্য তিনি বিভন্ন চিকিৎসালয়ে যোগাযোগ করেন। কিন্তু কোন সুরাহা হয়নি। এরপর তিনি একটি বেসরকারি হাসপাতালে মেয়েকে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এমত অবস্থায় এই কার্ডটি তার যথেষ্ট সহযোগিতা করবে বলেই তিনি মনে করছেন। এজন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct