সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: শুক্রবার দুপুরে কলকাতায় সিবিআইয়ের দপ্তরে নির্ধারিত ছিল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের হাজিরা।তবে এদিন সিবিআই দপ্তরে দেখা গেলনা অনুব্রত কে।তবে তদন্তে সহযোগিতার বার্তা দিয়ে পাঠিয়েছিলেন তাঁর আইনজীবী কে।এদিন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লারও সিবিআই দপ্তরে নির্ধারিত হাজিরার দিনক্ষণ ছিল।শুক্রবার দু’জনকেই দু’টি মামলায় যথা কয়লা পাচার এবং গরু পাচার সিবিআই ডেকে পাঠিয়েছিল নিজাম প্যালেসে। এদিন দেখা গেল দু’জনের কেউই এলেন না। দু’জনেই আলাদা আলাদা ভাবে ১৫ দিন সময় চেয়ে নিলেন সিবিআইয়ের কাছ থেকে। যদিও দু’জনের কারণ ছিল ভিন্ন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সিবিআই কে জানিয়েছেন, - তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত। তাই তাঁর ১৫ দিন সময় চাই’। অন্যদিকে বীরভূমে দাপুটে নেতা অনুব্রত মন্ডল স্বাস্থ্যের কারণ দেখিয়ে সময় চেয়ে নিয়েছেন। সিবিআইকে অনুব্রত জানিয়েছেন যে, চিকিৎসকরা তাঁকে ১৫দিন বিশ্রাম নিতে বলেছেন’। পাশাপাশি অনুব্রত আরও একটি প্রস্তাব দিয়েছেন সিবিআইকে। তিনি বলেছেন, সিবিআইয়ের তদন্তকারীরা চাইলে তাঁকে তাঁর বাড়িতে ( বোলপুরে) এসে জিজ্ঞাসাবাদ করতে পারে।কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লা কে এবং গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। শওকতকে দেওয়া নোটিসে তাঁর সমস্ত পরিচয় পত্র এবং ব্যাঙ্ক তথ্যের নথি নিয়ে নিজাম প্যালেসে আসতে বলেছিল সিবিআই। অন্য দিকে, অনুব্রত এর আগে বেশ কয়েকবার তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়ালেও গত সপ্তাহে স্বেচ্ছায় হাজির হয়েছিলেন সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে। তবে ফেরার পথেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।শুক্রবার শাসক দলের দুই নেতার সিবিআইয়ের তলব এড়ানোর পর সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছে।সিবিআই অনুব্রত মন্ডল কে নিয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছে বলে জানা গেছে। অনুব্রত তাঁর আইনজীবী মারফত জানিয়েছেন -’
সিবিআই চাইলে তাঁকে বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। তদন্তে সহযোগিতা করবেন তিনি’। গত বুধবার আয় ব্যয়ের হিসাব নিয়ে নিজাম প্যালেসে যান তাঁর আইনজীবী। অনুব্রত মণ্ডলের সম্পত্তির তথ্য, ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা করেন তিনি। পাঁচ বছরের আয়কর রিটার্নের তথ্য জমা করেছেন অনুব্রতের আইনজীবী। অনুব্রতের ঘনিষ্ঠ মহল সূত্রে প্রকাশ , চিকিৎসকরা তাঁকে ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন। সেই বিষয়টি জানিয়েই তিনি এখনই সিবিআই-এর মুখোমুখি নাও হতে পারেন’। অনুব্রতের আইনজীবী সূত্রে প্রকাশ মঙ্গলবারই অনুব্রতর তরফ থেকে জানানো হয়, তিনি হাজিরা এড়াতে চান না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct