মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া জেলার থানার নাকাশিপাড়া যুগপুরে কংগ্রেসের নতুন কার্যালয়ের শিলান্যাস করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই সময় কংগ্রেসের ওই সভা চলাকালীন কিছু দুষ্কৃতী হামলা হয়। বেশ কিছুদিন আগে বেথুয়াডহরি সংলগ্ন অঞ্চলে যুগপুরে একটি কংগ্রেস কার্যালয় আছে। ওই অফিস সহ বেশকিছু দোকান অগ্নিদগ্ধ হয় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় তৃণমূল তাদের এই অফিসে আগুন লাগিয়ে দেয়। এরপর ওই কার্যালয়ে ভবনটি নতুন করে নির্মাণ করার জন্য বুধবার শিলান্যাস করতে আসেন অধীর রঞ্জন চৌধুরী এবং জেলার নেতৃত্ব অসীম সাহা ও সিলভি সাহা। এখানে দুজন নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি বলে দাবি করেন একজন আনিসুর রহমান অন্যজন পুলক সিংহ। এই নিয়ে দুজনের মধ্যে একটি অসন্তোষ সৃষ্টি হয়। বৃহস্পতিবারএই সভা চলাকালীন হঠাতই ধারালো লাঠি ও চেয়ের নিয়ে মারামারি হয়। এতে চারজন গুরুতর আহত হন। পুলক সিংহর ভাই রাজীব সিংহর হাতে কোপ লাগে। এই মারামারির ঘটনাটি সম্পূর্ণ উড়িয়ে দেন নাকাশিপারা কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান। অন্যদিকে পুলক সিংহ বলেন যে বেশ কিছু দুষ্কৃতী তাদের হামলা করেছেন এরপরে বিশৃঙ্খলা থামাতে নাকাশিপাড়া পুলিশ প্রশাসন উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঞ্চে অধীর রঞ্জন চৌধুরী আসার আগেই কংগ্রেসের ধুমধুমার পরিস্থিতি পরে নাকাশিপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধীর রঞ্জন চৌধুরী জানান রাজ্যে চাকরি নেই কেন্দ্রীয় সরকার হুহু করে তেলের দাম বাড়িয়েছে। নানা ইস্যুতে তীব্র ধিক্কার জানান অধীর রঞ্জন চৌধুরী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct