জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: রক্তদান জীবনদান, আপনার দান করা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষ প্রাণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গ প্রকল্পের অধীনে রক্তদান শিবিরের আয়োজন শুরু হয়েছে জেলা জুড়ে। সেই মতোই পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বুধবার বাঘমুন্ডি থানার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বাঘমুন্ডি ব্লকের পঞ্চায়েত সমিত ভবনে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করতে আসা সকলকেই উৎসাহ করতে বাঘমুন্ডি ওসি, বলরামপুর সিআই, ও ঝালদা এসডিপিও মতো পুলিশ অধিকারিকরাও এদিন রক্ত দান করেন।
পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার্স ও পুলিস কর্মচারী রক্ত দান করেন এছাড়াও এলাকার আশেপাশের সাধারণ মানুষ ও এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়ে রক্ত দেন করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, ঝালদা মহকুমা পুলিস শাসক সুব্রত দেব, বলরামপুর সিআই পার্থ কুমার সিংহ, বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ,বাঘমুন্ডি থানার পুলিশ আধিকারিক রজত চৌধুরী, এসআই স্নেহাশীষ মণ্ডল, এএসআই বরুণ কুমার দাস,সুইসা পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিক আশীষ মণ্ডল, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত,সহ সভাপতি বেণীমাধব পরামানিক, জেলা পরিষদের বনভূমি স্থায়ী কমিটির সদস্য সুবোধ চন্দ্র কুমার, তৃণমূলের ব্লক সভাপতি কাশীনাথ মাঝি, সহ সভাপতি গৌরাঙ্গ মাহাতো, বাঘমুন্ডি ব্লক তৃণমূলের যুব নেতা মানস মেহেতা, বিশিষ্ট সমাজসেবী রশিদ খান সহ অনেকেই। সর্বশেষে, রক্তদাতাদের পুষ্পস্তবক ও সংস্থা পত্র দিয়ে সংবর্ধনা জানান বাঘমুন্ডি থানার পুলিশ কর্তারা। পুলিস সুত্রে জানা গেছে,এইদিনের রক্তদান শিবিরে বিভিন্ন সংগঠনের পুরুষ ও পুলিশ কর্মী সহ মোট ৬৫ জন রক্ত দান রক্তদান করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct