আপনজন ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আজাদি মার্চের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে সেনা মোতায়েন করা হল। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান জানিয়েছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদ অনুসারে সেনা নামানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনা সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট হাউস, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন, সচিবালয় ও কূটনৈতিক এলাকার সুরক্ষা নিশ্চিত করবে। ইমরানের দল পিটিআই জানিয়েছে, ইমরান প্রথমে সেনটরেস ব্রিজের কাছে ভাষণ দেবেন। তারপর ডি-চকে যাবেন অবস্থান-বিক্ষোভের জন্য। ইমরানের হুমকি, নির্বাচনের ঘোষণা না করা অবধি তিনি ও তার সমর্থকরা ডি-চকে থাকবেন এবং বিক্ষোভ দেখাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct