সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: এবার সিবিআইয়ের তলব তৃণমূল বিধায়ক সওকাত মোল্লাকে! সূত্র মারফৎ খবর কয়লা পাচার কান্ডে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্বর বিধায়ককে ডাকা হয়েছে। নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আজ শুক্রবার সওকাত মোল্লাকে সিবিআইয়ের কলকাতা দফতর নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। পাসপোর্ট, আধারকার্ড, ভোটারকার্ড, প্যানকার্ড ও ব্যাঙ্ক স্টেটমেন্ট সঙ্গে নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে তাঁকে। বিধায়কের নামে কোনো কোম্পানি থাকলে সেই নথি নিয়ে আসতেও বলা হয়েছে। বুধবার সিবিআইয়ের পক্ষ থেকে তৃণমূল নেতার জীবনতলার বাড়ীতে নোটিশ পাঠিয়েছে দেওয়া হয়েছে। নিজাম প্যালেসের ১৪ তলায় এ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে। সিবিআই সূত্রে খবর সাক্ষীদের বয়ান অনুযায়ী সওকাত মোল্লার সঙ্গে কয়লা পাচারকারীদের যোগসূত্র পাওয়া গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের বিভিন্ন ইট ভাটাতে পাচার হওয়া কয়লা সরবরাহ হতো। আর্থিক লেনদেনের সঙ্গে তৃণমূল বিধায়ক জড়িত কিনা সেটা জিজ্ঞাসা করা হবে তাঁকে।
উল্লেখ্য বিধায়ক ছাড়াও সওকাত মোল্লা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। তার আগে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। অভিষেক ঘনিষ্ঠ সওকাত মোল্লা সিবিআই দফতরে হাজিরা দেবেন কিনা জানা যায়নি। তবে, ইতিমধ্যে তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা বশত বিজেপি এ কাজ করছে বলে অভিযোগ করেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে রাজনৈতিক স্বার্থে বিজেপি কাজে লাগানোয় দলতনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংস্থার স্বশাসন দাবি করেছেন। তবে সওকতকে সিবিআই তলব নিয়ে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, “রাষ্ট্রীয় সম্পতি যারা নিজেরা আত্মসাৎ করেন তাঁদের শাস্তি হওয়া উচিত। দোষী প্রমাণিত হলে জনপ্রতিনিধিদের বেশি করে শাস্তি হওয়া উচিত। কারণ তাঁরা সংবিধানের শপথ নিয়ে অপরাধ করছেন।” সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ আপনজন প্রতিনিধিকে বলেন, “তৃণমূল নেতাদের খোলস ছেড়ে ধীরে ধীরে আসল চরিত্র বেরিয়ে পড়ছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct