আপনজন ডেস্ক: প্রথমার্ধে এএস রোমাকে লিড এনে দেন নিকোলা জানিওলো। ইতালিয়ান মিডফিল্ডারের একমাত্র গোলেই ১৪ বছরের শিরোপা খরা কাটল রোমার। বৃহস্পতিবার ইউরোপা কনফারেন্স লীগের ফাইনালে ফিওনুর্দেকে ১-০ গোলে হারায় হোসে মরিনহোর দল। এই জয়ে দারুণ কীর্তি গড়লেন পর্তুগিজ ফুটবল কোচ। প্রথম কোচ হিসেবে মরিনহো জিতলেন চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ, উয়েফা কাপ ও কনফারেন্স লীগ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৫টি ফাইনাল খেলে ৫ বারই চ্যাম্পিয়ন হলেন মরিনহো। ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে তিনি জিতলেন ৫টি ইউরোপিয়ান ট্রফি। এর আগে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি ইতালিয়ান কোচ জোভান্নি ত্রাপাত্তোনি। রোমাকে ইউরোপা কনফারেন্স লীগ জেতানোর আগে মরিনহো পোর্তোকে জিতিয়েছেন উয়েফা কাপ ও চ্যাম্পিয়নস লীগ, ইন্টার মিলানকে এনে দেন চ্যাম্পিয়নস লীগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যেতেন ইউরোপা লীগ। তিনটি ক্লাবকে লম্বা সময় পর শিরোপার মুখ দেখিয়েছেন ‘স্পেশাল ওয়ান’ মরিনহো। ১৪ বছর পর রোমাকে প্রথম ট্রফি জেতালেন তিনি। ১৬ বছরের খরা কাটিয়ে পোর্তোকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়নস লীগ।
ইন্টার মিলানকে ইউরোপ সেরা করেছিলেন ৪৫ বছরের খরা কাটিয়ে। ২০০৮ সালে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল এএস রোমা। এরপর ১৪ বছরে কোনো শিরোপা জিতেনি দলটি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় তারা সবশেষ শিরোপা জিতেছিল ৬১ বছর আগে। ইউরোপা কনফারেন্স লীগের আগে রোমার জয় করা একমাত্র ইউরোপিয়ান ট্রফি ছিল ফেয়ার্স কাপ, ১৯৬১ সালে। টুর্নামেন্টটি ১৯৭১ সালের পর আর হয়নি। ইউরোপা কনফারেন্স লীগ জিতে অশ্রুসজল নয়নে মরিনহো বলেন, ‘আমার ক্যারিয়ারের দারুণ একটি ব্যাপার হলো, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লীগে জয়টি ছাড়া, অন্য ট্রফিগুলো আমি জিতেছি পোর্তো, ইন্টার মিলান ও রোমার মতো ক্লাবে। যা আমার কাছে খুবই স্পেশাল।’ মরিনহো বলেন, ‘এই ট্রফি রোমার ইতিহাসে আলাদা জায়গা পাবে। আমার কাছেও। কেবল আমি, স্যার অ্যালেক্স (ফার্গুসন) ও জোভান্নি ত্রাপাত্তোনি তিনটি ভিন্ন দশকে শিরোপা জিতেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct