আপনজন ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার চিকিৎসক তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস। মঙ্গলবার সংস্থার সদস্যদের ভোটে বড় ব্যবধানে নির্বাচিত হন তিনি। চলতি বছরের জানুয়ারিতেই তেদ্রোস আধানম গেব্রেইয়েসুসকে দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে মনোনীত করা হয়। এর পাঁচ মাস পর মঙ্গলবার জেনেভায় সংস্থার সদরদফতরে ৭৫তম স্বাস্থ্য সমাবেশকালে এক গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। তবে এ ভোটাভুটি ছিল আনুষ্ঠানিকতামাত্র। কারণ এ পদের জন্য তেদ্রোসই ছিলেন একমাত্র প্রার্থী। তেদ্রোসকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct