ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে মামুদপুর সৃজনী ক্লাবের পরিচালনায় মগরাহাট বাসির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলে রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন। বিষেশত স্বতঃস্ফূর্তভাবে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, ১০৭জন মহিলা ও ২০৪ জন পুরুষ এই রক্তদান শিবির অংশগ্রহণ করেন। ব্লাড ব্যাংকের মধ্যে ন্যাশনাল ও ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংক উপস্থিত ছিলেন। মগরাহাট ব্লক উন্নয়ন আধিকারিক শেখ আবদুল্লাহ বলেন, গরমে রক্তের সংকট, মুমূর্ষ ও থালাসেমিয়া রোগীদের যার কারণে মামুদপুর সৃজনী ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তার পাশাপাশি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সব খেলা সেরা খেলা বাঙালির ফুটবল, সাহিল এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সারাবাংলা নকআউট ফুটবল খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলার প্রথম ম্যাচ ধামুয়া উত্তরাঞ্চল ও মগরাহাট পশ্চিমাঞ্চল, ৫ ও ৪ গোলে ধামুয়া উত্তরাঞ্চল জয় লাভ করে।
সারা বাংলার নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলার দুই প্রতিদন্ধি দল গোবিন্দপুর টারনিং পয়েন্ট ও বারুইপুর জাসমিন এন্টারপ্রাইজ। প্রদর্শনী ম্যাচ ভারতীয় একাদশ বনাম দক্ষিণ ২৪ পরগনা একাদশ। ভারতীয় দলের প্লেয়ার মেহতাব হোসেন,রহিম নবি, মোঃ রফিক অমিত দাশ,ষষ্ঠী দুলে, অর্ণব মন্ডল,সামাত আলি মল্লিক আজহার উদ্দিন মল্লিক,প্রমুখ। এই খেলা দেখতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাপি হালদার সভাপতি সুন্দরবন জেলা। মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা,ব্লক উন্নয়ন আধিকারিক শেখ আব্দুল্লাহ, ব্লক সভাপতি প্রদীপ হালদার, ব্লক সহ-সভাপতি ও স্পোর্টিং ক্লাব চেয়ারম্যান সেলিম লস্কর ,সিআই সুধির বাঘ,এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ দের উপস্থিতি লক্ষ্য করা যায় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct