সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বর্তমান দিনে মানুষের বিভিন্ন মূল্যবান তথ্য সংরক্ষণ এবং সম্প্রচারের অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন। সেই মূল্যবান স্মার্ট ফোন চুরি হয়ে যাওয়াতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিপাকে পড়েছিল, তড়িঘড়ি পুলিশি সাহায্য নেওয়ার পরে তৎপর হয়ে ওঠে বাঁকুড়া জেলা পুলিশ। সন্ধান নামক একটি ওয়েবপোর্টাল তৈরি করে বিভিন্ন ফোনের ডেটা সংগ্রহ করে খোঁজ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। অবশেষে পুলিশের অনেক চেষ্টার পরে হারিয়ে যাওয়া ফোনগুলি পুনরুদ্ধার হয়। এর আগে অনেক ফোন পুনরুদ্ধার করার সাথে সাথে আজ ফের বাঁকুড়া পুলিশ লাইনের শিশুমঙ্গল কক্ষে,চুরি হয়ে যাওয়া দুশোটির মতো মোবাইল ফোন উপযুক্ত প্রমান সহকারে নির্দিষ্ট মালিকানার হাতে তুলে দিলো বাঁকুড়া জেলা পুলিশ। এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, গত দুই মাসে বাঁকুড়া জেলা পুলিশ প্রায় সাড়ে ৬৫০ টির বেশি ফোন পুনরুদ্ধার করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct