সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: জলঙ্গী ব্লকের সাহেব নগর অঞ্চলের চর কাকামারী উপস্বাস্থ্য কেন্দ্রে জবরদখল করে বসবাস করছিলেন জাহাঙ্গীর সেখ নামে এক ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরে। জলঙ্গীর চর কাকমারী উপ স্বাস্থ্যকেন্দ্র বারো বছর আগে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা হলেও সেটা চালু হয়নি।এই উপ স্বাস্থ্য কেন্দ্র চালু করার দাবিতে একাধিক বার ব্লক আধিকারিক সহ জনপ্রতিনিধি দের কাছে আবেন জানায় ।তার পরে এদিন জলঙ্গী বিডিও শোভন দাস,এস ই ও ইকবাল হোসেন , বি এল আর ও নীলাঞ্জন দাস সহ একটি টিম ও সাহেব নগর গ্রাম পঞ্চায়েত প্রধান তামান্না ইয়াসমিন ,বিশিষ্ঠ সমাজসেবী সালাউদ্দিন সরকার লিটন ,সকলে কাকমারি উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিদর্শনের সঙ্গে সঙ্গেই সে জবরদখল করা ব্যক্তির সঙ্গে কথা বলে স্বইচ্ছায় সে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি এবং আজকে থেকেই উপস্বাস্থ্য কেন্দ্র কাজকর্ম শুরু করলেন । উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব দেয়া হয়েছে তাহেরা খাতুন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সহ তিনজন নার্স। বিডিও শোভন দাস নিজের হাতে উপস্বাস্থ্য কেন্দ্রের চাবি তুলে দেন তাহেরা খাতুন এর হাতে। অন্যান্য উপস্বাস্থ্যকেন্দ্রের মতন সমস্ত সুযোগ সুবিধা এখানকার জনসাধারণ পাবেন বলে জানান বিডিও শোভন দাস।
গ্রাম পঞ্চায়েত প্রধান তামান্না ইয়াসমিন বলেন আমরা দীর্ঘদিন ধরে এই উপস্বাস্থ্য কেন্দ্রে কে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম অবশেষে ভিডিও এবং দলের উদ্যোগে এবং দলীয় রাজ্য সরকারের উদ্যোগে কাকমারি উপস্বাস্থ্য কেন্দ্র চালু হলো। উপ স্বাস্থ্য কেন্দ্রটি চালু করতে পারে খুবই ভালো লাগছে। জলঙ্গীর বিশিষ্ঠ সমাজসেবী সালাউদ্দিন সরকার লিটন বলেন আমরা এলাকাবাসী হিসেবে দীর্ঘ দিন ধরে চেষ্টা করে অবশেষে বিধায়ক আব্দুর রাজ্জাক সহযোগিতায় ও ব্লক আধিকারিকদের চেষ্টায় মানুষের সেবায় সাস্থ্য কেন্দ্র চালু হলো। এই উপস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশি এলাকায় মানুষজন বলে জানালেন স্থানীয় বাসিন্দা ডলার।দীর্ঘ দিনের সমস্যার অবসান ঘটিয়ে চিকিৎসা পরিষেবা চালু হলো এতে করে বিশেষ করে এলাকার প্রসূতি মায়েদের।আগে প্রসূতি মায়েদের বিভিন্ন সমস্যার জন্য দীর্ঘ সাত থেকে দশ কিলোমিটার পথ পেরিয়ে স্বাস্থ্য কেন্দ্র যেতে হতো। সেটা এখন বাড়ির কাছে পাবে তাতে খুশি এলাকার মানুষ। এলাকার মানুষ বিডিও শোভন দাস ও জনপ্রতিনিধি দের ধন্যবাদ জানায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct