আপনজন ডেস্ক: হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, আগামী ৩০মে সোমবার বেলা ১২টায় ফলাফল প্রকাশিত হবে সল্টলেকে পর্ষদের সদর দফতর মাওলানা আবুল কালাম আজাদ ভবন থেকে। বিভিন্ন কেন্দ্র থেকে মার্কিশিট বিলি হবে। ওইদিন বেলা ১২টা থেকে ইন্টারনেটের মাধ্যমেও ফলাফল জানা যাবে নির্দিষ্ট তিনটি ওয়েবসাইটে।
http://www.wbbme.org,
http://wbresults.nic.in,
http://www.exametc.com.
পাশাপাশি মোবাইলের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে। এক্ষেত্রে WBBME লিখে<Space>দিয়ে রোল নম্বর লিখে সমস্ত অপারেটরের ক্ষেত্রে 56070 -এ পাঠালে পরীক্ষার ফলাফল জানা যাবে। উল্লেখ করা হয়েছে মস্ত হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস(সংখ্যালঘু ভবন, মালদা), বহরমপুর বিতরণ কেন্দ্র( মুর্শিদাবাদ), এসএম আই হাই মাদ্রাসা( পশ্চিম মেদিনীপুর), বর্ধমান হাই মাদ্রাসা( বর্ধমান), কেথারডাঙা হাই মাদ্রাসা ( বাঁকুড়া)এবং হামিদিয়া হাই মাদ্রাসা( বীরভূম) থেকে মার্কশিট ও সার্টিফিকেট ৩০ মে ২০২২ সংগ্রহ করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct