আপনজন ডেস্ক: গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসর উপর বেজায় চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি জানিয়ে দিয়েছেন, তুরস্ক-গ্রিসের প্রস্তাবিত আলোচনাও বাতিল। মিতসোতাকিস ওয়াশিংটনে তুরস্কের নাম না করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেন তাদের অস্ত্র না বিক্রি করে।তারপরই প্রচণ্ড রেগে গিয়ে এরদোগান জানিয়ে দিয়েছেন, গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আর কখনো আলোচনায় বসবেন না।
এরদোগানেরদাবি, মিতসোতাকিস যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন, তারা যেন তুরস্ককে এফ ১৬ যুদ্ধবিমান বিক্রি না করে। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্রের তুরস্ক-বিরোধী মুসলিম ধর্মীয় নেতার সঙ্গেও দেখা করেছেন। এরদোগান জানিয়েছেন, এই বছর গ্রিসের সঙ্গে কৌশলগত বৈঠক হওয়ার কথা ছিল তুরস্কের। কিন্তু আমার বইয়ে মিতসোতাকিস নামে কোনো অধ্যায় আর নেই। আমি কখনোই এমন কোনো রাজনীতিকের সঙ্গে বৈঠক করব না, যিনি প্রতিশ্রুতি পালন করেন না। উল্লেখ্য, ১৭ মে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন মিতসোতাকিস। সেখানে তিনি যুক্তরাষ্ট্রকে সাবধান করে দিয়ে বলেছেন, ইউক্রেন-সংকট চলছে। এখন নতুন করে যুক্তরাষ্ট্র যেন কোনো অস্থিরতা তৈরি না করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct