আপনজন ডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল জানিয়ে দিলেন তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। তাই এখন তিনি সমাজবাদী পার্টি সমর্থিত নির্প্রাদশর্থী হিসাবে রাজ্যসভায় হচ্ছেন। সমাজবাদ পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে কপিল সিব্বল তার কংগ্রেস ছাাড়ার কথা জানান। কপিল সিব্বল সাংবাদিকদের বলেন, তিনি ১৬ মে কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছেন। এক সপ্তাহ আগে কংগ্রেসের "চিন্তন শিবির" বা কৌশল বৈঠকের পর থেকে গোপন থাকা তথ্যগুলি গোপন ছিল। তিন জানিয়ে দেন, এখন থেকে তিন আর প্রবীণ কংগ্রেস নেতা নন। উল্লেখ্য, একের পর এক নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর দলের পুনরুজ্জীবনের জন্য একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করতে কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল তার একদিন পরে সিব্বল পদত্যাগ করেছিলেন। তার পর থেকে তিনি বড় সভা থেকে বাদ পড়েন এবং সম্প্রতি তিনি কংগ্রেসের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ছিলেন না। কপিল সিব্বলের কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সদস্য হিসাবে মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে। তিনি কংগ্রেসের হয়ে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় গেলেও এবারে সেই পরিস্থিতি নেই। মাত্র দুজন কংগ্রেস বিধায়ক। তাই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে হাত মিলিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। তাকে সমর্থন করার জন্য কপিল সিব্বাল অখিলেশ যাদবকে ধন্যবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct