আপনজন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, বেশ প্রতিশোধ–প্রতিশোধ একটা গন্ধ পাওয়া যাচ্ছে! ম্যাচটা যে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের। লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ আগেই বলেছেন, ২০১৮ সালের ফাইনালের প্রতিশোধ নিতে চান তাঁরা। এবার আনচেলত্তি জানালেন, বাংলাদেশ সময় আগামী শনিবার রাত ১টায় সেঁত দেনিসের স্তাদ দে ফ্রান্সের ফাইনালটি প্রতিশোধ নেওয়ার উপলক্ষ রিয়ালের জন্যও। ২০১৮ সালে কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও রিয়াল। সেই ম্যাচে লিভারপুলকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। যাঁকে ঘিরে লিভারপুল সবচেয়ে বেশি স্বপ্ন দেখছিল, সেই মোহামেদ সালাহ চোট পেয়ে ম্যাচের ৩১ মিনিটেই মাঠের বাইরে চলে যান। ৫১ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। ৪ মিনিট পর সাদিও মানের গোলে সমতায় ফেরে লিভারপুর। কিন্তু ৬৩ থেকে ৮৩—এই ২০ মিনিটে গ্যারেথ বেলের জোড়া গোলে শিরোপা জিতে নেয় রিয়াল। সেদিন চোটের কারণে পুরো ম্যাচ খেলতে না পারার আক্ষেপের কথা এর আগে অনেকবারই বলেছেন সালাহ। তাঁর মনে যে প্রতিশোধের আগুন জ্বলছিল, সেটা জানা গেছে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রিয়াল এবারের ফাইনালে ওঠার পরই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct