আপনজন ডেস্ক: ৬ বলে ১৬ রান। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের শেষ ওভারটা শুরু হলো এই সমীকরণ নিয়েই। রানটা করে ফেলতে পারলে প্রথমবার খেলতে এসেই ফাইনালে গুজরাট টাইটানস। আর রানটা করতে না দিলে ১৪ বছর পর ফাইনালে উঠবে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত সমীকরণটা মিলিয়েই রাজস্থানের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ করল গুজরাট। নবাগত দলটি ১৮৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলল ৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই। প্রসিধ কৃষ্ণার করা ওভারের প্রথম তিন বলেই ছক্কা মেরে গুজরাটকে ফাইনালে তুললেন ডেভিড ‘কিলার’ মিলার। দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় অবদান রাখা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ৩৮ বলে করেছেন ৬৮ রান। ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে ৩টি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন মিলার। ১০৬ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে মিলারের সঙ্গী গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াও অপরাজিত ছিলেন ৪০ রানে। ভারতীয় অলরাউন্ডারের ২৭ বলের ইনিংসটি সাজানো ৫টি চারে।
রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলেই ঋদ্ধিমান সাহাকে হারায় গুজরাট। গুজরাট ও ঋদ্ধিমানের রান তখন শূন্য। সেখান থেকে অস্ট্রেলীয় ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে নিয়ে ৪৪ বলে ৭২ রানের জুটি শুবমান গিল। ভারতীয় ওপেনার ৫ চার ও ১ ছক্কায় ২১ বলে করেছেন ৩৫ রান। দলকে ৮৫ রানে রেখে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরা ওয়েডও করেছেন ৩৫ রান, তবে ৩০ বলে। দশম ওভারে তৃতীয় বলে ওয়েডের বিদায়ের পর জুটি বাঁধেন পান্ডিয়া ও মিলার। ওবেদ ম্যাকয়ের করা ওই ওভারেই ৩টি চার মেরেছেন পান্ডিয়া, গুজরাট তোলে ১৮ রান। পরের তিন ওভারে ১৮ রান দিয়ে গুজরাটের রান-বলের সমীকরণটা একটু কঠিন করে তুলেছিল রাজস্থান। ৩ ওভারে যখন ৩৪ রান দরকার, তখনই খোলস ছেড়ে বেরোন মিলার। দলের তোলা শেষ ৩৬ রানের ৩৩-ই প্রোটিয়া ব্যাটসম্যানের, সেটিও মাত্র ১১ বলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct