আপনজন ডেস্ক: বারাণসীর জেলা আদালত জ্ঞানবাপি মামলা নিয়ে আজ বুধবার জানিয়ে দিল মামলার রক্ষণাবেক্ষণ প্রশ্নে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জেলা জজ ড. অজয় কৃষ্ণ বিশ্বেশের আদালত এ আদেশ দেন। আদালত উভয় পক্ষকে এক সপ্তাহের মধ্যে জ্ঞানবাপি মসজিদের ভিডিওগ্র্যাফি নিয়ে আপত্তি জানাতে বলেছেন।
আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আইনজীবী মোহাম্মদ তৌহিদ খান যুক্তি দিয়েছিলেন যে দেওয়ানি বিধির ৭ নম্বর আদেশ এবং বিধি ১১ এর অধীনে আবেদনটি রক্ষণাবেক্ষণযোগ্য নয়, তাই এটি বাতিল করা উচিত। মসজিদ কমিটি বলছে, মসজিদে ভিডিওগ্র্যাফি করা ১৯৯১ সালের ধর্মস্থান আইন লঙ্ঘন করে, যা দেশের কোনো উপাসনালয়ের চরিত্র পরিবর্তনে বাধা দেয়। তাই তারা মামলাটির "রক্ষণাবেক্ষণ যোগ্যতা" আছে তা প্রথমে আর্জি জানান। আদালত সম্মত হয়েছে। জানিয়ে দিয়েছে রক্ষণাবেক্ষণ প্রশ্নে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct