আপনজন ডেস্ক: বুকে ব্যথার কারণ হিসেবে বড় কোনো সমস্যা পাওয়া যায়নি সফরকারী লঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিসের। সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলার সময় বুকের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। পরে তার ইসিজি করা হলে কোনো রকম জটিলাতা পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, পেশির টানজনীত কারণে তিনি ব্যথা অনুভব করেছেন বলে ধারনা করছেন চিকিৎসকরা। মধ্যাহ্ন বিরতির আগ মুহূর্তে বুকে ব্যাথা নিয়ে মাঠ ছাড়ার পরপরই পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় মেন্ডিসকে। বিসিবি কর্মকর্তা বলেন, তাকে ইসিজি করানো হযেছে এবং সেখানে কোনো সমস্যা পাওয়া যায়নি। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে তিনি হোটেলে ফিরতে পারবেন। বর্তমানে তিনি পর্যবেক্ষনে রয়েছেন। চট্টগ্রামে ড্র হওয়া প্রথম টেস্টে যথাক্রমে ৫৪ ও ৪৮ রান করেছিলেন মেন্ডিস। স্লিপে ফিল্ডিং করছিলেন। লাঞ্চ বিরতির আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস। মাঠের মধ্যে খানিকক্ষণ শুয়েই ছিলেন। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা কমেনি। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, ঠিক কি কারণে বুকে ব্যথা উঠেছে মেন্ডিসের সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct