নকীব উদ্দিন গাজী,নামখানা,আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে শুরু হল চতুর্থ দফায় দুয়ারের সরকার শিবির। সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১০টি গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় মিলে প্রায় ৭০০০টি শিবির করা হওযার কথা। মাননীয় জেলাশাসক পি উল্কা নাথনের উপস্থিতিতে চতুর্থ দফার দুয়ারে সরকার শিবিরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি নামখানা ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় নদীপথে ভ্রাম্যমান দুয়ারে সরকার শিবির। এদিন একটি নৌকোকে দুয়ারে সরকার শিবিরের আদলে সাজিয়ে ভ্রাম্যমান ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই নৌকোতে বিভিন্ন প্রকল্পের জন্য বিডিও অফিসের বিভিন্ন দপ্তরের পদাধিকারী অফিসারেরা পরিষেবা দেবার জন্য উপস্থিত ছিলেন. মূলত নামখানা ব্লকের বেশ কয়েকটি অঞ্চল নদী বেষ্টিত। তাই নদীবেষ্টিত এলাকায় প্রতিটি মানুষের কাছে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নামখানার সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু শিব ঠাকুর এভাবে আয়োজন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct