সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: হঠাৎ করে ভোরের ঘুম ভেঙে দেখেন যে ঘরের টিন নেই , ধুধু করছে আকাশ।এমনি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলের দক্ষিণ ঘোষপাড়া ও উদয় নগর চরকলোনির একাধিক বাড়ি কালবৈশাখীর ঝড়ে দুমড়ে মুচড়ে দিয়েছে।বাস করা ঘর ভেঙে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মানুষ।তাদের বক্তব্য এখন কোথায় কিভাবে রাত কাটাবে সেই চিন্তায় চিন্তিত ঘর ভাঙা পরিবার গুলো।দক্ষিণ ঘোষপাড়া গ্রামের সালেহা বেওয়া বলেন দীর্ঘ কয়েক বছর আগে স্বামী মারা গিয়েছে সেই থেকে মেয়ে সন্তানকে নিয়ে কোনো রকমের সংসার চলে যাচ্ছিলো। তার উপর এই ঝড় এসে বাড়ির টিন উড়িয়ে নিয়ে যায়।এখন কিভাবে ঘর সারায় করবো সেই চিন্তায় চিন্তিত।যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম বাবু ও রাজদুল ইসলাম খোজ খবর নিয়েছে।তারা সরকারি ভাবে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবো বলে জানায়। একি ভাবে চরের ঘরভাঙ্গা অসহায় মানুষের সরকারি সাহায্যের আবেদন জানান পঞ্চায়েত সদস্যদের কাছে । ঝড়ের খবর পেয়ে ছুটে যান চরে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত উপ প্রধান ফিরোজ আলী সহ দুই পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম বাবু ও রাজদুল ইসলাম।সরজমিনে পরিদর্শন করে সরকারি ভাবে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দেন। বিডিও শোভন দাস বলেন, প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত বাড়ি ঘর ভেঙেছে। তাদের প্রাথমিকভাবে সাহায্য করা হচ্ছে। জলঙ্গী বি ডি এম ও সোমনাথ মুখার্জি বলেন, আমাদের কাছে যারা এসেছেন তাদের সাহায্য করা হচ্ছে ত্রিপল সহ আরও অনেক কিছু দিয়ে। ভাবা হচ্ছে আরো সাহায্য করার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct