সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল এর সল্টলেকের সিবিআইয়ের দপ্তরে হাজিরার নির্দেশ রয়েছে। তিনি আজ যাবেন কিনা? তার দিকে তাকিয়ে অনেকেই। টানা দেড়মাস পর বাড়ি ফিরেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে স্বাগত জানাতে রীতিমত ভিড় ছিল যাত্রাপথে পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় । তবে তিনদিন যেতে না যেতেই ফের অস্বস্তি অনুব্রতের। আবারও সিবিআই তলব করল তাঁকে। এবারে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আজ অর্থাৎ মঙ্গলবার তৃণমূল নেতাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে দু’বার হিংসা মামলায় তলব করা হয়েছিল।চলতি মাসের ১৯ তারিখ সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। ছ’বারের হাজিরা এড়িয়ে ওইদিন তৃণমূল নেতা পৌঁছান নিজাম প্যালেসে।
বুকে হাত রেখে, কাঁধে কাঁধে ভর দিয়ে সেদিন সিবিআই দফতরে যান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। প্রায় চার ঘণ্টার বেশি জেরা করা হয় অনুব্রত কে । এরপর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান কেষ্ট। পরে সোজা রওনা দেন এসএসকেএম হাসপাতালের পথে। এর আগে অনুব্রত মণ্ডল তাঁর আইনজীবী মারফত সিবিআইকে জানিয়েছিলেন, -’ তাঁকে এসএসকেম হাসপাতালে -এ যেতেই হবে শারীরিক পরীক্ষার জন্য’। সেই মোতাবেক জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে সোজা রওনা দেন হাসপাতালের উদ্দেশে। পরে শারীরিক চিকিত্সার পর সেখান থেকে বেরিয়ে যান ।এরপর ২০ তারিখ টানা দেড়মাস পর বোলপুরের মাটিতে পা রাখেন কেষ্ট মোড়ল। শারীরিক অসুস্থতার জন্য প্রায় দেড় মাস হতে চলল জেলার বাইরে ছিলেন। বাড়ি ফিরেও শান্তি মিললো না।গরু পাচার মামলায় যেমন আগামী শুক্রবার সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ রয়েছে। ঠিক তেমনি আজ অর্থাৎ মঙ্গলবার ভোট পরবর্তী এক খুনের মামলায় সিবিআই অফিসে তলব রয়েছে অনুব্রত মন্ডলের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct