আপনজন ডেস্ক: সিবিআই, ইডির কার্যকলাপের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। দলের নেতাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে নিরপেক্ষ তদন্ত করতে স্বশাসিত করা উচিত। মুুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এ িনয়ে বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন। মমতা বলেন, ‘সব ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাচ্ছে কেন্দ্র। তবে সব এজেন্সি খারাপ, আমি বলছি না। ওরা সঠিকভাবে কাজ করতে পারছে না। কারণ, দু’জনের হাতে অটোনমি রয়েছে।’ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এ রকম নিকৃষ্টমানের রাজনৈতিক হস্তক্ষেপ স্ট্যালিন, হিটলার, মুসোলিনিও করেনি। আমি আমার দেশকে ভালবাসি। কিন্তু যা চলছে, তা মেনে নেওয়া যাচ্ছে না। ক্ষমতায় এসে এ ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা উচিত নয়। এজেন্সিগুলোকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিতে হবে। দেশকে এজেন্সি রুল থেকে বাঁচাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে অটোনমি দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার তাদের শুধু বেতন দেওয়ার কাজ করুক।’
তবে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অন্যান্য বিরোধী দলগুলিও বারে বারে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে রাজনিতক স্বার্থে কাজে লাগানোর অভিযোগ তুলে আসছে। সম্প্রতি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি পশ্চিমবাংলায় বেশ সক্রিয় হয়েছে। রাজ্যে বেআইনি অর্থলগ্নি সংস্থায় দুর্নীতি, কয়লা ও গরু পাচার থেকে শুরু করে নির্বাচন পরবর্তী সহিংসতা, ‘এসএসসি’তে শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ রাজ্যের বহু মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ এবং ‘ইডি’র মতো কেন্দ্রীয় সংস্থা। ওইসব মামলায় তলব করা হচ্ছে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শাসকদলের নেতাদের। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে তলব করেছে সিবিআই। সবমিলিয়ে অস্বস্তিতে রয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃনমূল সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct