রাকিবুল ইসলাম,হরিহরপাড়া,আপনজন: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোঁয়া বাজার মোড় অন্যতম ব্যস্ততম জায়গা বাজার এলাকা হওয়ায় সারাদিনে হাজার হাজার মানুষের আগমন। সেইকারনে এই এলাকায় হরিহরপাড়া থানার উদ্যোগে প্রতিদিনই চলে গাড়ি চেকিং। কিন্তু প্রতিদিন পুলিশ একই জায়গায় গাড়ি চেকিং করায় বাজার বিমুখ হয়ে পড়ছে সাধারন মানুষ, যার ফলে ব্যবসায় মন্দা ও ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সেইকারনে শুধুমাত্র মাত্র বাজার নয় প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় গাড়ি চেকিং করা হোক এই আর্জি জানিয়ে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানায় ডেপুটেশন জমা দেন চোঁয়া বাজার সমিতির ব্যবসায়ীরা। সঙ্গে উপস্থিত ছিলেন ডিস্টিক চেম্বার অফ কমার্সের সাধারন সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। থানার আই সি-র সঙ্গে কথা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে সহযোগীতার আশ্বাস দিয়েছেন বলে জানান স্বপন কুমার ভট্টাচার্য্য। সেইসঙ্গে নিজেদের পরিবারের সুরক্ষায় হেলমেট ব্যবহার করার আবেদন জানান তিনি। এছাড়াও কামারবাড়ি মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু করার আবদেন জানানো হয় এদিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct